ডুসাবের সভাপতি সুপ্রীম, সম্পাদক মুনতাসির

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার (ডুসাব) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৯-২০ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী সুপ্রীম আহমেদ রিদম। তিনি সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২০-২১ সেশনের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও কবি জসীম উদ্দীন হলের আবাসিক ছাত্র মুনতাসির মাহমুদ।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ডুসাবের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০-২১ সেশনের শিক্ষার্থী যথাক্রমে মুহাম্মদ মেহেদী হাসান মুন্না ও আশরাফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাইমুর রহমান। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হৃদয় ভূঁইয়া এবং অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হাদি উল ইসলাম।
নবগঠিত এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষামূলক ও সৃজনশীল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর।
এমএন
