বিধিনিষেধে পেছাচ্ছে সাত কলেজের ভর্তি আবেদন

Dhaka Post Desk

ঢাকা কলেজ প্রতিবেদক

৩০ জুন ২০২১, ০৩:৩৭ পিএম


বিধিনিষেধে পেছাচ্ছে সাত কলেজের ভর্তি আবেদন

সারাদেশে সর্বাত্মক বিধিনিষেধের (লকডাউন) কারণে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া।

বুধবার (৩০ জুন) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। তিনি বলেন, বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া সাত কলেজের ভর্তি আবেদন লকডাউনের কারণে পেছানো হয়েছে। আগামী ১০ জুলাই থেকে ভর্তি আবেদন শুরু হবে, চলবে ২০ আগস্ট পর্যন্ত। 

এর আগে জানানো হয়েছিল, সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে ১ জুলাই, চলবে ১৪ আগস্ট পর্যন্ত। করোনা রোধে ১ জুলাই থেকে সারাদেশে সর্বাত্মক বিধিনিষেধ (লকডাউন) ঘোষণা করায় ভর্তি আবেদনের তারিখ পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হলো।

আবেদনের ন্যূনতম যোগ্যতা

২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সনের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন ইউনিটের নির্ধারিত শর্ত পূরণ করতে পারবে কেবল তারাই আবেদন করতে পারবে।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত দুই জিপিএ যোগ করে ন্যূনতম ৭ দশমিক ০ থাকতে হবে। 

বাণিজ্য ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে ন্যূনতম ৬ দশমিক ৫, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে ন্যূনতম ৬ দশমিক ০ থাকতে হবে। 

ভর্তি পরীক্ষার নম্বর ও পাস নম্বর

২০২০-২১ শিক্ষাবর্ষে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাশ নম্বর ৪০ শতাংশ অর্থাৎ ৪৮।

ভর্তি পরীক্ষার ফি ও ফি জমা

২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪৫০ টাকা। ফি জমা দেওয়া যাবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটের মাধ্যমে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার তারিখ ও সময় করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে জানানো হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও নির্দেশনা সাত কলেজের ওয়েবসাইটে শিগগিরই জানিয়ে দেওয়া হবে। সাত কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইট-  http://7college.du.ac.bd/admission.php

আরএইচটি/এইচকে

Link copied