আগের নিয়মে চলবে ইসলামী বিশ্ববিদ্যালয়

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪০ পিএম


আগের নিয়মে চলবে ইসলামী বিশ্ববিদ্যালয়

বিভাগগুলোকে সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। আর সশরীরে পরীক্ষা সম্পন্ন করার জন্য আগামী ১২ সেপ্টেম্বর থেকে পূর্বের নিয়মে চলবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বাবিদ্যালয়ের তত্ত্বীয়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে।

এসব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অফিসসমূহ আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ১২ সেপ্টেম্বর (রোববার) থেকে এই আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর পরিবহন ও হল ফি মওকুফ করে সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দেয় ইবি কর্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর যেকোনো বিভাগ চাইলেই সশরীরে পরীক্ষা নিতে পারবে বলে জানানো হয়।

এমএসআর

Link copied