ইবির হল খুলবে ৯ অক্টোবর

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি

০৫ অক্টোবর ২০২১, ০৭:২৮ এএম


ইবির হল খুলবে ৯ অক্টোবর

করোনায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর আগামী ৯ অক্টোবর খুলে দেওয়া হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হল। ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। সোমবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। 

তিনি বলেন, আবাসিক সব বর্ষের শিক্ষার্থী হলে উঠতে পারবে। তবে হলগুলোতে কোনো গণরুম থাকবে না। আগামী ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস চলবে। অন্তত এক ডোজ টিকা পাওয়া শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। যেসব শিক্ষার্থী এক ডোজও টিকা নিতে পারেনি তাদের বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এর আগে বেলা ১১টায় আবাসিক হলগুলো খোলা ও ক্লাস যথারীতি চালু করার বিষয়ে একাডেমিক কাউন্সিলের ১২১তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপাচার্য হলগুলো পরিদর্শন করেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আবাসিক কার্ডধারী ও কমপক্ষে এক ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুবিধাসমূহও চালু করা হবে।

এসপি

Link copied