ইবিতে গুচ্ছের অধীনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি

১৭ অক্টোবর ২০২১, ০৩:৩৩ পিএম


ইবিতে গুচ্ছের অধীনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সাতটি ভবনে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৭ হাজার ৮৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Dhaka Post

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসনে ভূঁইয়া, ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘সুষ্ঠুভাবে গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো সমস্যার বিষয়ে অবহিত হয়নি।’

এমএসআর

Link copied