জবি শিক্ষকের আলমারির তালা ভেঙে নথিপত্র গায়েব

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২১, ১০:০৩ পিএম


জবি শিক্ষকের আলমারির তালা ভেঙে নথিপত্র গায়েব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নঈম আকতার সিদ্দিকীর কক্ষের আলমারির তালা ভেঙে ব্যক্তিগত নথিপত্র চুরির অভিযোগ উঠেছে। বুধবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতর থেকে ওই শিক্ষকের কক্ষ সংস্কারের কথা ছিল। এ জন্য গতকাল তিনি বিভাগের পিয়নের কাছে চাবি রেখে যান। আজ সকালে পিয়নের কাছ থেকে চাবি নিয়ে কক্ষে প্রবেশ করে দেখেন আলমারির তালা ভাঙা, অনেক গুরুত্বপূর্ণ কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না।  

ভুক্তভোগী শিক্ষক নঈম আকতার বলেন, আলমারির মধ্যে আমার নথিপত্র, বিভাগের বিভিন্ন পরীক্ষার নম্বরপত্র, প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে। এর আগেও বিভাগীয় কক্ষ থেকে আমার ব্যক্তিগত শিক্ষক নথি হারিয়ে যায়। পরপর এমন ঘটনায় আমি চিন্তিত।

বিভাগের পিয়ন বলেন, স্যার আমার কাছে গতকাল চাবি দিয়ে গিয়েছিলেন। আমি ক্যাম্পাস থেকে যাওয়ার সময় আমার ড্রয়ারে চাবি রেখে যাই। চুরির ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, আমরা বিভাগীয় একাডেমিক মিটিং ডেকেছি ও প্রশাসনকে জানিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমি এখনো লিখিত অভিযোগ পাইনি ও অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখব।

রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, আমি বিস্তারিত জানি না। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।

এমটি/আরএইচ 

Link copied