চবির 'এ' ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ২৩ হাজার ভর্তিচ্ছু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২৩ হাজার ২৬৬ জন ভর্তিচ্ছু। যা মোট সংখ্যার শতকরা ৪৪ শতাংশ। মঙ্গলবার (২ নভেম্বর) 'এ' ইউনিটের দুই শিফটের ভর্তি পরীক্ষা শেষ হয়।
দুইদিনে চার শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৬৮ হাজার ৯২ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন। উপস্থিত শতকরা ৬৬ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করে ‘এ’ ইউনিটের সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, পরীক্ষায় মোট ৪৪ হাজার ৮২৬ জন অংশ নিয়েছেন। পরীক্ষায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
ভর্তি পরীক্ষার সূচী অনুযায়ী আগামী ৫ নভেম্বর দুটি উপ-ইউনিট বি-১ এবং ডি-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু। ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এ ছাড়া দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।
রুমান/আরআই