খালেদা জিয়ার সুস্থতা কামনায় চবি ছাত্রদলের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।
রোববার (২১ নভেম্বর) বাদ আসর হাটহাজারী দারুসসালাম হিফজ খানায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন উর রশিদ মামুনের উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহাদাৎ হোসেন, যুগ্ম সম্পাদক মো. হিসাম উদ্দিন, সাইফুল ইসলাম সায়েম, নকিব উদ্দিন চৌধুরী, মিসবাহ উদ্দিন নাসিম, জীববিজ্ঞান অনুষদের সদস্য সচিব অহিদুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদের সদস্য সচিব আবু সাদাত মো আদিল, আব্দুর রব হলের সদস্য সচিব মামুনুর রশীদ, সহ-সম্পাদক তমাল হোসেন।
এ ছাড়াও সদস্য আতিকুর রহমান, ফোরকানুল হামিদ, মো. ইউসুফ, মো. সোয়াইব, মো. কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল আহমেদ, হারুন রশিদ, মো. মহসিন, রাশেদ উল্লাহ, মো. শাহজান, আরিফুর রহমানসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।
রুমান/আরআই