নোবিপ্রবির শীতকালীন ছুটি বাতিল

শিক্ষাকার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শীতকালীন ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
তিনি বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ সময় সব বিভাগে ক্লাস-পরীক্ষা চালু থাকবে। এ সময়ে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সব প্রশাসনিক কার্যক্রমও চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. জসীম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ব ঘোষিত শীতকালীন ছুটি (২২ থেকে ৩০ ডিসেম্বর, ২০২১) বাতিল করা হয়েছে এবং এ সময় ক্লাস, পরীক্ষা ও অফিস চলমান থাকবে।
প্রসঙ্গত, করোনার প্রকোপের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। ২৮ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু হয়।
হাসিব আল আমিন/আরআই