শিক্ষার্থীদের সুবিধার্থে বসছে এনআইডি বুথ, পাবেন করোনা টিকাও
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের এনআইডি নিবন্ধনের সুবিধার্থে আগামী ৯ ও ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে বসছে এনআইডি বুথ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ কোভিড- ১৯ টিকার আওতায় যে সব শিক্ষার্থী ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন, তাদের এনআইডি কার্যক্রম আগামী ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এনআইডি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে আগামী ১১ ও ১২ জানুয়ারি সাড়ে ৯টা থেকে কোভিড- ১৯ এর দ্বিতীয় ডোজ টিকা দওেয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে জানানো হয়েছে।
যেসব শিক্ষার্থী প্রথম ডোজ টিকা দিয়েছেন তারা সুরক্ষার প্রথম ডোজের টিকা কার্ডের ফটোকপিসহ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপস্থিত হয়ে টিকা নিতে পারবে। এদিন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকা নিতে পারবে শিক্ষার্থীরা।
ইতোমধ্যে মেডিকেল সেন্টারে টিকা গ্রহণের জন্য শিক্ষার্থীদের টোকেন প্রদান করা শুরু হয়েছে বলে জানান মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবীর হোসেন। শিক্ষার্থীরা এ টোকেন দেখিয়ে টিকা নিতে পারবে বলে জানান তিনি।
জুবায়েদুল হক রবিন/আরআই