বুধবার টিএসসিতে বসছে কাওয়ালি সংগীতের আসর

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

১১ জানুয়ারি ২০২২, ১০:১৭ এএম


বুধবার টিএসসিতে বসছে কাওয়ালি সংগীতের আসর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে বুধবার (১২ জানুয়ারি) বসছে কাওয়ালি সংগীতের আসর।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ ও সাধারণ ছাত্রদের আয়োজনে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা চলবে এ আসর।

অনুষ্ঠানে কাওয়ালি সংগীত পরিবেশন করবেন ‘সিলসিলা’ ব্যান্ডের লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদ। এছাড়া গান গাইবেন মুর্শিদি-ভাণ্ডারী ধারার সংগীত শিল্পী শেখ ফাহিম ফয়সাল। অনুষ্ঠানের মূল কাওয়াল দল হিসেবে আসছেন ঢাকার বিখ্যাত কাওয়াল নাদিম এহতেশাম রেজা খাঁ ও তার দল।

বিষয়টি নিশ্চিত করে আসরের অন্যতম আয়োজক আল আমিন রাকিব তনয় বলেন, ‘উপমহাদেশের অন্যতম শক্তিশালী সংগীত ধারা হচ্ছে কাওয়ালি। কাওয়ালি গানের রয়েছে এক অনবদ্য শক্তি, যা অন্তরে প্রশান্তি এনে দেয়, মনকে করে তোলে পবিত্র। ভারত-পাকিস্তানে বহুল পরিচিত এ সংগীত ধারা বাংলাদেশের মূলধারায় খুব বেশি পরিচিত নয়। শিল্পের এ পুরাতন ও জনপ্রিয় ধারাকে সামনে তুলে আনতেই আমাদের এ আয়োজন।’

তিনি আরও বলেন, কাওয়ালির এ আসর সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠানে ঢাকার পুরাতন খানকাগুলোর পীর সাহেবরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এইচআর/এসএসএইচ

Link copied