ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্যের যোগদান

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৫ পিএম


ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্যের যোগদান

রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ কর্তৃক আগামী চার বছরের জন্য নিয়োগ পাওয়ার পর কাজে যোগ দিয়েছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। সোমবার (১৪ ফেব্রুয়ারি) তিনি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বাচ্চু শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএপিতে যোগদানের আগে অধ্যাপক কামরুল আহসান আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অব টেকনিক্যাল মালয়েশিয়ার অধ্যাপক হিসেবে কাজ করেন।

অধ্যাপক কামরুল আহসান যুক্তরাজ্যের বামিংহাম ইউনিভার্সিটি থেকে মেটালার্জি ও ম্যাটেরিয়ালস-এ ডক্টর অব ফিলোসফি অর্জন করেন এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

এএজে/আইএসএইচ

Link copied