চুয়েটে নবীনবরণ ৩ মার্চ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫২ পিএম


চুয়েটে নবীনবরণ ৩ মার্চ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, টার্ম-১) শিক্ষার্থীদের নবীনবরণ হবে আগামী ৩ মার্চ (বৃহস্পতিবার)।

বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা শুরু হবে বৃহস্পতিবার সকাল ১০ টায়।

চুয়েটের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সকল ছাত্র-ছাত্রীকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর প্রথমবারের মতো চুয়েট, কুয়েট ও রুয়েট মিলে প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর গত ৫ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হয়।

এএজে/এসকেডি

Link copied