ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিক থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
এর আগে মহাসড়কে দুর্ঘটনা ও ভোরে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় ১৫ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাঁচামাল পরিবহনের চালক ও বাসযাত্রীরা চরম বিপাকে পড়েন।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে মহাসড়ক ফাঁকা রয়েছে।
অভিজিৎ ঘোষ/এসপি