সেই দিনমজুরকে পানি পান করিয়ে অনশন ভাঙালেন এসপি

ন্যায় বিচার পাওয়ার আশ্বাসে দখল হওয়া জমি ফিরে পাওয়ার দাবিতে অনশনরত বরগুনাার সেই বৃদ্ধ দিনমজুর অনশন ভেঙেছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক পানি পান করিয়ে তার অনশন ভাঙান। এ সময় তাকে আর্থিক সহায়তা এবং খাবার খাওয়ান তিনি।
অনশনে বসা বৃদ্ধ দিনমজুর বেলায়েত হোসেন (৬৫) বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া গ্রামের বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বিরুদ্ধে নিজের পৈত্রিক জমি জবরদখল করে স্থাপনা নির্মাণ করছে এমন অভিযোগ এনে আমরণ অনশনে বসেন বৃদ্ধ দিনমজুর বেলায়েত হোসেন।
জানা যায়, কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন সড়কের দক্ষিণ পাশে পৈত্রিক সূত্রে পাওয়া পৌনে ৪ শতাংশ জমি রয়েছে বেলায়েতের। সেই জমি দখলে নিয়ে পাকা স্থাপনা নির্মাণের কাজ করান সংসদ সদস্য রিমন। এ ঘটনায় গত ২৮ ফেব্রুয়ারি পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ করেন দিনমজুর বেলায়েত। তারপরেও কোনো পরিত্রাণ না পাওয়ায় বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বট গাছের নিচে জায়নামাজ বিছিয়ে আমরণ অনশনে বসেন তিনি।
পরে একই দিন রাতে ন্যায় বিচার পাওয়ার আশ্বাসে তার অনশন ভাঙান পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক। এ সময় তাকে আর্থিক সহায়তা ও খাবার খাওয়ান তিনি।
এ বিষয়ে দিনমজুর বেলায়েত হোসেন বলেন, সংসদ সদস্য রিমন আমার জমি জবরদখল করে পাকা ঘর নির্মাণের কাজ করেন। এসপি স্যার আমাকে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আমাকে সব কাগজপত্র নিয়ে আসতে বলেছেন৷ আমি রবিবার কাগজপত্র নিয়ে এসপি স্যারের সঙ্গে দেখা করব।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বলেন, দিনমজুর বৃদ্ধ বেলায়েত সকাল থেকে অনশনে বসেন। আমি জানতে পেরে রাতে এসে তাকে পানি ও খাবার খাওয়াই। আমি সাধ্যমত তাকে সহায়তার চেষ্টা করেছি। তাকে কাগজপত্র নিয়ে আসতে বলেছি। কাগজপত্র দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খান নাঈম/আইএসএইচ