পরিত্যক্ত বাড়িতে ২৬৭৫ বোতল ফেন্সিডিল

পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৬৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জলপাইতলী সীমান্তের উষাপুর গ্রাম থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকালে উষাপুর গ্রামের পরিত্যক্ত বাড়িতে ফেন্সিডিল মজুদ রয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে জলপাইতলী বিওপির নায়েক সুবেদার শফি উদ্দিনের নেতৃতে টহল দল অভিযান চালায়।
পরে সেই বাড়িতে তল্লাশি চালিয়ে করে ২ হাজার ৬৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লাহ আবেদ (এসজিপি) বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এমএসআর