উত্তরায় গার্ডার দুর্ঘটনায় নিহত রুবেলের দাফন সম্পন্ন

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার দুর্ঘটনায় নিহত রুবেলের মরদেহ তার গ্রামের বাড়ি মেহেরপুরের রাজনগরে দাফন করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়। এর আগে ভোরে একটি ফ্রিজিং গাড়িতে করে তার মরদেহ গ্রামে পৌঁছায়।
গত সোমবার ঢাকার উত্তরায় ক্রেন থেকে ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত হন আইয়ুব হোসেন রুবেল। তার মরদেহ নেওয়ার জন্য মর্গে একে একে ভিড় জমায় পাঁচ নারী। তারা সকলেই নিজেকে রুবেলের স্ত্রী দাবি করেন। মরদেহ হস্তান্তরে বেগ পেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষবে। অবশেষে রুবেলের ছোট ভাই ইয়াহিয়ার কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ঢাকা থেকে গ্রামের বাড়িতে মরদেহ নেওয়ার পথে রুবেলের মানিকগঞ্জের বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানায়, রুবেল ঢাকায় বায়িং হাউজের ব্যবসা করতেন। পরে জমি কেনা-বেচার কাজে জড়িয়ে পড়েন। মাঝে-মধ্যে আদম ব্যবসাও করতেন। সোমবার ছেলের বউভাত শেষে নিজ গাড়িতে করে আত্মীয়দের বাড়ি পৌঁছে দেওয়ার পথে গার্ডারচাপায় প্রাণ হারান তিনি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে রুবেলসহ পাঁচজনের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করা হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। ময়নাতদন্ত শেষে রুবেলের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বুধবার সকালে মরদেহ মেহেরপুর রাজনগরে পৌঁছায়। সকাল ৮টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
আকতারুজ্জামান/এসপি