গাজীপুরে কলেজছাত্র খুন

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় কলেজছাত্র রুবেল খুন হয়েছেন। করোনাভাইরাসের কারণে কলেজ বন্ধ থাকায় তিনি ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রুবেল (১৮) নওগাঁর রানীনগর উপজেলার দেবরাগাড়ী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) জলিল মিয়া বলেন, কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় সড়কের পাশে ওই অটোচালকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসআই জলিল মিয়া বলেন, নিহত রুবেল কলেজশিক্ষার্থী ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রুবেল ভবানীপুর এলাকায় অটোরিকশা চালিয়ে পরিবারে সহযোগিতা করতেন।
এমএসআর