নওগাঁয় অবৈধভাবে মজুদ ৬ হাজার ২৫৩ বস্তা সার উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলায় দুটি গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ৬ হাজার ২৫৩ বস্তা সার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
নওগাঁ জেলা পোরশা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন স্থানীয় শিশাবাজারের এ অভিযান পরিচালনা করেন।
এসময় পোরশা উপজেলার ভবানীপুরের শিশাবাজার থেকে বিকাশ সাহার গোডাউন থেকে ৫ হাজার ২৪ বস্তা ডিএপি সার ও ১৪৬ বস্তা এমওপি সার এবং একই বাজারের নজমুল আলমের গোডাউন থেকে ৮৮২ বস্তা ডিএপি স্যার ও ২০১ বস্তা এমওপি সার উদ্ধার করে। অবৈধভাবে সার মজুদের দায়ে বিকাশ সাহাকে ৫০ হাজার ও নজমুল আলমকে ৩০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, পোরশার শিশাবাজারে অভিযান চালিয়ে দুজন অসাধু ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে মজুদ করা ৫৯০৬ বস্তা ডিএপি ও ৩৪৭ বস্তা এমওপি সার উদ্ধার এবং সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সার উদ্ধার করে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার তত্ত্বাবধানে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
আরিফুল ইসলাম রনক/এসএসএইচ