চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি

১৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:০০ পিএম


চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

কক্ষ দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহীদ আব্দুর রব হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হলের সাতটি কক্ষ ভাঙচুর করা হয়। 

আহতরা হলেন- ফারসি বিভাগের ইসমাইল হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের দিপু রায়হান, রাজনীতি বিজ্ঞান বিভাগের আকরাম হোসেন, ইতিহাস বিভাগের আরমান হোসেন ও শাহিনুল আলম মুন্না। 

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও বিএম নেতা আবু বক্কর তোহা বলেন, রাত ১২টার দিকে একাকারের কর্মীরা মিটিংয়ের নাম দিয়ে জড়ো হতে থাকে। পরে তারা আমাদের রুম দখলের অপচেষ্টা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করে। গুরুতর আহত না হওয়ায় চবি মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হলে পাঠিয়ে দেওয়া হয়।

অন্যদিকে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও একাকারের নেতা একরামুল হক বাপ্পি বলেন, ওই হলের আবাসিক কিছু জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। আমি কথা বলেছি। সমাধান হয়েছে। 

সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, রুম দখল নিয়ে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে শহীদ আব্দুর রব হলের পাঁচ থেকে সাতটি রুমও ভাঙচুর করা হয়। আমরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করে দিয়েছি।

রুমান/এসপি

Link copied