নারায়ণগঞ্জে ক্রেন বিদ্যুতায়িত হয়ে চালক ও সহকারীর মৃত্যু

নারায়ণগঞ্জে ক্রেন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ক্রেনের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর উপজেলার কেওডালা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুইজন হলেন, ক্রেনের চালক মো. রাসেল (২৮) ও সহকারী মো. ফাহিম (২১)। তারা দুইজনই কুমিল্লার লাকসাম উপজেলার কিল্লা বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দরের কেওডালা এলাকায় ক্রেনে কাজ করার সময় এলিভেটর ওপরের দিকে উঠালে তা বিদ্যুতের তারের সংস্পর্শে যায়। ফলে বিদ্যুতায়িত হয়ে পড়ে পুরো ক্রেনটি। এতে চালক রাসেল ও সহকারী ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনকে ঢামেকে নিয়ে আসেন তাদের আরেক সহকর্মী সুমন। পরে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের সহকর্মী সুজন জানিয়েছেন তাদের বাড়ি কুমিল্লায়। বিষয়টি সংশ্লিষ্ট থানা ও পরিবারকে জানানোো হয়েছে। ময়নাতদন্তের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
আবির শিকদার/এমএএস