গাইবান্ধায় মানুষের দুর্দশার অবসান ঘটবে : হুইপ মাহাবুব আরা

হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আগ্রহে শুরু হওয়া প্রকল্প বাস্তবায়ন হলে গাইবান্ধা ও সুন্দরগঞ্জের লাখ লাখ মানুষের দুর্দশার অবসান ঘটবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। ফলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করেছে।
শুক্রবার (৫ মার্চ) দুপুরে গাইবান্ধায় যমুনা নদীর ডানতীর ভাঙন রক্ষা প্রকল্পের কাজের উদ্বোধন করতে গিয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নদী ভাঙনের কারণে যাতে মানুষ ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত না হয় সে জন্য প্রধানমন্ত্রী এই কার্যকর পদক্ষেপ নিয়েছেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ভাঙন শূন্যের কোঠায় আসবে। এই এলাকার মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জেলা প্রশাসক আবদুল মতিন, গাইবান্ধা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুুুরশিদ জাহান স্মৃতি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুুর রহমান।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ওই কাজে ব্যয় ধরা হয়েছে ৪০২ কোটি টাকা।
রিপন আকন্দ/এমএসআর