নারী উদ্যোক্তাদের মিলনমেলা

‘এগিয়ে যাক উদ্যোক্তা, অবিচল থাকুক কুনাউ’ এই স্লোগানে কুষ্টিয়া নারী উদ্যোক্তা (কুনাউ) ফেসবুক গ্রুপের আয়োজনে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) সকালে শহরের একটি রেস্টুরেন্টে এই মিলনমেলা হয়।
অনুষ্ঠানের শুরুতে এই সংগঠনের মাধ্যমে নিজের তৈরি করা পণ্য বিক্রি করে লাখপতি হয়েছেন এমন ছয় নারী উদ্যোক্তাকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন এনটিভির জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী।
আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া নারী উদ্যোক্তার অ্যাডমিন জ্যোতি আক্তার, খাইরুল বাসার তৌহিদ, মডারেটর রক্তিম আল ইসতিয়াক, রিত্তিকা দিনাত, রুবাইয়া আশরাফ, শাহিনা আক্তার আঁখি, কাজী আফরিনা ও শেখ আজমিরি খানম প্রমুখ।
বক্তারা বলেন, কুষ্টিয়া নারী উদ্যোক্তা ফেসবুক গ্রুপের মাধ্যমে জেলার নারীরা অনেক স্বাবলম্বী হয়েছেন। এই সংগঠনটি নারীদের ভাগ্য উন্নয়নে আরও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। দিনব্যাপী চলা এই মিলনমেলায় জেলার দুই শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। পরে কেক কেটে কুষ্টিয়া নারী উদ্যোক্তা ফেসবুক গ্রুপের মিলনমেলা ২০২১ উদযাপন করেন অতিথিরা।
রাজু আহমেদ/এমএসআর