তেঁতুলিয়া ইকোপার্কে মারা গেল চিত্রা হরিণ

পঞ্চগড়ের তেঁতুলিয়া ইকোপার্কের একটি চিত্রা হরিণ মারা গেছে। শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হরিণটি মারা যায়। হরিণটি কুকুরের আক্রমণে মারা যেতে পারে বলে ধারণা স্থানীয়দের।
জানা যায়, পর্যটকদের দৃষ্টিনন্দনের জন্য ২০২১ সালে ডাকবাংলোর পিকনিক কর্নারের চত্বরের পাশে বন বিভাগের দশ একর জমির উপর এই ইকোপার্কটি গড়ে তোলা হয়। এখানে নানা ধরনের প্রাণী সংরক্ষণ ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। দিনাজপুর বন বিভাগ থেকে এক জোড়া হরিণ আনা হলে এদের মধ্যে নারী হরিণটি বাচ্চা প্রসব করলেও হরিণ শাবকটি মারা যায়। পরে নারী হরিণটি অসুস্থ হয়ে পড়লে তাকে আবার দিনাজপুর রামসাগর ইকোপার্কে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। পরে আবারও আনা হয় জোড়া পুরুষ হরিণ। তিনটি পুরুষ হরিণের মধ্যে বর্তমানে দুটি হরিণ জীবিত রয়েছে।
স্থানীয়রা জানান, ইকোপার্কটি গড়ে ওঠার পর স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ইকোপার্কটি পরিদর্শন করে। তবে ইকোপার্কে নিরাপত্তার অভাব রয়েছে। অনেক সময় কুকুর ঢুকে পড়ে। ইকোপার্কের আরও নিরাপত্তা জরুরি।
তেঁতুলিয়া বন বিভাগের বিট কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, হরিণটি ভালোই ছিল। হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরে সকালে দেখি হরিণটি মারা গেছে। কিন্তু হরিণটি কিভাবে মারা গেছে তা তিনি বলতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, ইকোপার্কের হরিণটি মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জেলা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা উজ্জল হোসেন ঢাকা পোস্টকে বলেন, সকালে বিষয়টি শুনেছি। হরিণটি কিভাবে মারা গেল তা দেখতে চিকিৎসক প্রতিনিধিদল তেঁতুলিয়ায় যাবে। মৃত্যুর কারণ উদঘাটনে দিনাজপুরে ময়নাতদন্ত করা হবে। তদন্তের রিপোর্ট অনুযায়ী কেউ দোষী সাব্যস্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসকে দোয়েল/এমজেইউ