ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এমইউজে সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, কেন্দ্রীয় সহ-সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত রায়, কেন্দ্রীয় সদস্য শাহিদুল আলম খসরু, আবু সালেহ মো. মুসা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
এছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন জিয়াউদ্দিন আহমেদ, নিয়ামুল কবির সজল, নাজমুল হুদা মানিক, এম এ আজিজ, কাজী মোহাম্মদ মোস্তফা, ইদ্রিছ আলী। এর আগে বিএফএউজে নেতৃবৃন্দদের ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
উবায়দুল হক/এমএএস