দাসিয়ারছড়ায় কম্বল শিশুখাদ্য বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের অভ্যন্তরের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র, শুকনা খাবার ও শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। এছাড়া বাসক প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে বাসক পাতার বিক্রয়লব্ধ অর্থের চেক বিতরণ করা হয়।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে দাসিয়ারছড়ার কালিরহাট বটতলায় এসব বিতরণ করা হয়। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো.আবদুল ওয়াহাব ভূঞা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় প্রমুখ।
রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা বলেন, দাসিয়ারছড়া উন্নয়নের মাইলফলক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুততম সময়ে এর উন্নয়ন করেছেন।
এমএসআর