দুধে পানি মিশিয়ে বিক্রির সময় সাতজনকে ধরলেন ম্যাজিস্ট্রেট

দুধ বিক্রির সময় পরিমাপে কম দেয়া ও দুধে পানি মেশানোর দায়ে নেত্রকোনায় সাত দুধ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের আনন্দবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছেন উদ্দিন। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা ও নেত্রকোনা মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সাত দুধ বিক্রেতা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছেন উদ্দিন বলেন, দুধে পানি মেশানো এবং পরিমাপে কম দেয়ার প্রমাণ পাওয়ায় সাত দুধ বিক্রেতাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে একই অপরাধে জড়ালে তাদের কারাদণ্ড দেয়া হবে।
এএম