ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সিগন্যাল ক্যাবল চুরি

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সিগন্যাল ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২ জানুয়ারি) গভীর রাতে শহরের মৌড়াইল এবং পুনিয়াউট রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের দুইপাশে সিগন্যাল লাইনের ক্যাবল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ট্রেন চলাচলের জন্য সিগন্যাল দেওয়া সম্ভব হয়নি। যার কারণে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা ঘটে। পরে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে দ্রুত লাইনের কাজ সম্পন্ন করে সিগন্যাল সচল করা হয়। মেরামত চলাকালীন সময়ে ভোররাত ৪টা থেকে ৫টা পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে কয়েকটি ট্রেন বিলম্বে চলাচল করে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার রফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত তিনবার সিগন্যাল ক্যাবল চুরি হয়েছে। এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সিগন্যালের দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. জিলু মিয়া বলেন, চুরির ঘটনার পর আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পরবর্তী সময়ে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাহাদুর আলম/এমজেইউ