এলডিপি মহাসচিবের বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

০৭ জানুয়ারি ২০২৩, ১০:৫৩ পিএম


এলডিপি মহাসচিবের বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ সময় শতাধিক প্লাস্টিকের চেয়ার, বাসার জানালার কাচ ভাঙচুর ও সিসি ক্যামেরা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। 

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার করপাড়া ইউনিয়নের পূর্ব করপাড়া গ্রামের সেলিমের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, তারা শুধু সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এলডিপি ও বিএনপির জোটগত কোন্দলের কারণে হামলার ঘটনা ঘটেছে। 

শাহাদাত হোসেন সেলিম জানান, ঘটনার সময় করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হোসেনের নেতৃত্বে ৩০-৪০ জন লোক মোটরসাইকেলযোগে এসে এ হামলা-ভাঙচুর করে। তিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছিলেন। এ সময় বাসার জানালার কাচ ও শতাধিক প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে হামলাকারীরা। হামলাকারীরা ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তার।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে এলডিপি মহাসচিব সেলিমের বাড়িতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় হঠাৎ করে তসলিমের নেতৃত্বে মোটরসাইকেলের বহর এসে অতর্কিত কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। 

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সম্প্রতি বিএনপির উপজেলা ও পৌর কমিটি দেওয়া হয়। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়। দুই পক্ষের নেতাকর্মীরা প্রকাশ্যে মুখোমুখি অবস্থান নেয়। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদসহ ৫ নেতাকে অব্যাহতি দেওয়া হয়। সেলিম ও তার লোকজনের বিরুদ্ধে কথা বলায় পদ হারিয়েছে নাজিম উদ্দিনসহ ওই ৫ নেতা। এ কোন্দলের কারণেই সেলিমের বাড়িতে বিএনপির পদ হারা নেতাদের লোকজন হামলা চালিয়েছে। সেলিম করপাড়ার চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে বৈঠক করার খবরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন। 

আওয়ামী লীগ নেতা তসলিম হোসেন বলেন, আমরা প্রতিবাদ মিছিল করেছি, সেলিমের বাড়িতে হামলা করিনি। জোটগত কোন্দলের কারণেই বিএনপি নেতা ভিপি রহিম ও সাহাবুদ্দিন তুর্কির লোকজন সেলিমের বাড়িতে হামলা করেছে। এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে- তা তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপি থেকে জোটগত কারণে এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম আলোচনায় রয়েছেন। গেল বছরের ৩০ অক্টোবর ঘোষিত রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি দেওয়া হয়। সেখানে সেলিমের লোকজনকেও পদে রাখা হয়। এর বিরুদ্ধে সাবেক এমপি ও উপজেলা বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিনসহ নেতারা আন্দোলন করেন। এতে ২৮ নভেম্বর জেলা বিএনপি নাজিম উদ্দিনসহ ৫ নেতাকে বহিষ্কার করে। এর আগে গত ৪ নভেম্বর রাতে দুর্বৃত্তরা সেলিমের বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

হাসান মাহমুদ শাকিল/আরএআর

Link copied