কিশোরগঞ্জে ঘোড়া দৌড় দেখতে হাজারো দর্শনার্থীর ঢল

কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক দৌড়ের ঘোড়া অংশ নেয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে ঢল নেমেছিল বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষের।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নে জালুয়াপাড়ার শিয়ালমারা বন্দে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতি বছর পৌষ মাসে আমন ধান কাটার পর নবান্নের উৎসবের আমেজে পৌষ মাসের শেষ সপ্তাহে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার শিয়ালমারা বন্দের বিস্তীর্ণ ফসলের মাঠে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শত বছরের ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের ঘোড়ার মালিকরাসহ অংশগ্রহণ করেন প্রশিক্ষিত শিশু, কিশোর ও কিশোরী।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক দৌড়ের ঘোড়া। তিনটি বিভাগে এ প্রতিযোগিতায় বিজয়ী ঘোড়ার মালিকদের মধ্যে বড় গ্রুপের প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়। দ্বিতীয় পুরস্কার ২০ হাজার এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় ১০ হাজার টাকা। মাঝারি গ্রুপের প্রথম পুরস্কার ছিল ৩০ হাজার, দ্বিতীয় ১০ হাজার এবং তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা। ছোট গ্রুপের প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় পাঁচ হাজার এবং তৃতীয় পুরস্কার ছিল তিন হাজার টাকা।
এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বড় গ্রুপে টাঙ্গাইল জেলার আবুল ড্রাইভার প্রথম, কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলার বনগ্রামের শাহাব উদ্দিন দ্বিতীয় এবং জামালপুর জেলার মাদারগঞ্জের নজরুল ইসলাম তৃতীয় হন। মাঝারি গ্রুপে ব্রাহ্মণবাড়িয়া জেলার সোনার বাংলা প্রথম, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রামের শাহাব উদ্দিনের জয় বাংলা দ্বিতীয় এবং কটিয়াদী উপজেলার কায়স্থপল্লীর রুহুল আমিন তৃতীয় হন। ছোট গ্রুপে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়ার মহির উদ্দিন প্রথম, পাকুন্দিয়া দরগাবাজারের সবুজ বাংলা দ্বিতীয় ও পাকুন্দিয়া বুরুদিয়ার মাইন উদ্দিনের ঘোড়া তৃতীয় হন।

প্রতিযোগিতার প্রধান অতিথি কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি জানান, আবহমান বাংলার এ ঐতিহ্যকে ধরে রাখাতে পারলে আমাদের গ্রামবাংলার ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্ম বেশি করে জানতে পারবে।
প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ আল মামুন খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসকে রাসেল/এফকে