ভুয়া নিবন্ধনে চাকরি, কলেজ শিক্ষক কারাগারে

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

খুলনা

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৯ এএম


ভুয়া নিবন্ধনে চাকরি, কলেজ শিক্ষক কারাগারে

ভুয়া নিবন্ধন দিয়ে চাকরি ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে বড়দল আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শিবপদ সাহাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার (১ ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

জানা যায়, সাতক্ষীরা আশাশুনি বড়দল আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলীর সঙ্গে যোগসাজসে শিবপদ সাহা ওই প্রতিষ্ঠানে ২০০২ সাল থেকে ভুয়া নিবন্ধন দিয়ে প্রভাষক হিসেবে চাকরি করছেন। এ ঘটনায় সাতক্ষীরার তালা কুমিরা মহিলা ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অনিত ব্যানার্জী আদালতে শিবপদ সাহার বিরুদ্ধে জাল নিবন্ধন তৈরি ও উৎকোচের বিনিময়ে চাকরি গ্রহণের অভিযোগ করেন। পরবর্তীতে দুদক ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, শিক্ষক নিবন্ধন না থাকায় জাল নিবন্ধন দিয়ে শিবপদ সাহা ২০০২ সালে অনার্স পাসের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে মাস্টার্স পাশ করার পর ২০০৫ সালে একই প্রতিষ্ঠানে তাকে পুনরায় নিয়োগ দেখানো হয়।

মোহাম্মদ মিলন/ওএফ

Link copied