অনেকেই বলেছিলেন পদ্মা সেতু জোড়াতালি দিয়ে করা হবে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, বিশ্বব্যাংক অনেক টালবাহানা করে পদ্মা সেতুতে টাকা দেয়নি। কানাডা আদালতে আমরা মামলা করেছি, আদালত কোনো অনিয়ম পাননি। নিজ অর্থায়নে পদ্মা সেতু করবেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা আজ তা জাতির কাছে পরিষ্কার।
তিনি আরও বলেন, অনেক নেতা বলেছেন জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করা হবে। আর তারা যদি ক্ষমতায় যায় তাহলে দুইটা পদ্মা সেতু করে দেখাবেন।
প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আরও বলেন, শরীয়তপুর গর্বিত একটি জেলা। পদ্মা সেতু হওয়ার পর এই জেলা হবে একমাত্র উন্নত শহর।
রোববার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর জেলার আম্রকাননে ‘যুব উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ’ শীর্ষক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে ৬২ লাখ যুবকের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যুব উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে আগে সরকারিভাবে ১ লাখ টাকা দেওয়া হতো আর এখন ২ লাখ দেওয়া হবে। জেলা স্টেডিয়াম উন্নত করার লক্ষ্যে ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন বলেন, তরুণ উদ্যোক্তাদের সরকারিভাবে সহযোগিতা দেওয়া হবে। সেই লক্ষ্যে আমরা প্রশাসনের সহযোগিতায় সব উপজেলায় উদ্যোক্তাদের ট্রেনিং করানো হবে। আগামীতে জেলায় জেলায় ট্রেনিং সেন্টার করা হবে।
যুব উদ্যোক্তা সামসুর রহমান সুমী বলেন, যুব উন্নয়নের মাধ্যমে তাদের বেসিক কোর্স করে চেষ্টা করছি নিজের ভাগ্য পরিবর্তনের।
জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শরীয়তপুর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান, সাধারণ সম্পাদক অনল কুমার দে, পৌর মেয়র পারভেজ রহমান প্রমুখ।
যুব উদ্যোক্তা সম্মেলন শেষে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল শরীয়তপুর জেলা স্টেডিয়ামের উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর