ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩১ পিএম


ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

গাইবান্ধার সাঘাটায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সাঘাটা-গাইবান্ধা সড়কের কুকরারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের ছবেদ আলী প্রধানের ছেলে ওয়াহেদ আলী (৫২) ও ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামের শাহজাহান জাহিদ।

সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাঘাটা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির মিনি ট্রাক কুকরারহাট নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে ওয়াহেদ আলীকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়া শাহজাহান জাহিদকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাকটি আটকসহ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রিপন আকন্দ/এমজেইউ

Link copied