বিজিবির ধাওয়ায় ৮ কোটি টাকার স্বর্ণের বার ফেলে পালালো পাচারকারীরা

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, যশোর 

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৭ এএম


বিজিবির ধাওয়ায় ৮ কোটি টাকার স্বর্ণের বার ফেলে পালালো পাচারকারীরা

যশোরে স্বর্ণ চোরাচালান বিরোধী অভিযান চলাকালীন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ধাওয়ায় ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ একটি প্রাইভেট কার ফেলে পালিয়েছে পাচারকারী একটি দল।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরতলীর রাজারহাটে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০টি স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বিজিবি। এদিকে রাত সাড়ে ৯টার দিকে যশোর ৪৯ বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সাদা রংয়ের প্রাইভেটকার ঢাকা থেকে যশোরের অভিমুখে আসছে। যার প্রেক্ষিতে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ৪৯ বিজিবি এবং খুলনা ২১ বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। খুলনা বিজিবির ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি যশোর রাজারহাট এলাকায় আসলে ৪৯ বিজিবি সদস্যরা গাড়িটি গতিরোধের নির্দেশ দেয়। এ সময় গাড়িটি একটি দেয়ালে ধাক্কা দিয়ে থেমে যায়। এরপর চালক ও স্বর্ণ পাচারকারীর দল পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৮ কেজি ৯৭৪ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে ও প্রাইভেটকারটি যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, খুলনা সেক্টরের অধীনস্থ এই দুটি ব্যাটালিয়ন চোলাচালান রোধকল্পে সর্বদা তৎপর রয়েছে এবং স্বর্ণ চোলাচালান শূন্যের কোটায় নামিয়ে আনতে সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যার প্রেক্ষিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক বছরে ৯৩ কেজি ৩৪৭ গ্রাম স্বর্ণ আটক করতে সক্ষম হয়েছে। যার মূল্য ৮০ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ২০০ টাকা। একইভাবে ২১ বিজিবিও গত ১ বছরে ৭০ কেজি পরিমাণ স্বর্ণ বিভিন্ন অপারেশনে জব্দ করতে সক্ষম হয়। খুলনা সেক্টরের এই দুইটি ব্যাটালিয়ন মিলে সর্বমোট ১৬৩ কেজি স্বর্ণ আটক করতে সক্ষম হয়।

এ্যান্টনি দাস অপু/আরকে 

Link copied