মহারাজপুর ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এজাবুল হক বুলির পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। রোববার (১৪ মার্চ) চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, প্রকল্প কমিটির সভাপতি হিসেবে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ, কাবিখা প্রকল্পের আওতায় ড্রেন ও স্লাব নির্মাণে অনিয়ম, কর্মদক্ষতা প্রকল্পের আওতায় গৃহীত প্রকল্পের সভাপতির নামে অর্থ উত্তোলন ও সরকারি বরাদ্দের উন্নয়ন কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগ এনে নয়জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেয়। স্থানীয় সরকার শাখা সরেজমিনে তদন্ত করে চেয়ারম্যান এজাবুল হক বুলির বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে রোববার (১৪ মার্চ) চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা যায়, চেয়ারম্যান এজাবুল হক বুলির বিরুদ্ধে আনা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৯ (১৩) ধারার বিধান অনুযায়ী সরকার কর্তৃক জনস্বার্থে অনাস্থা প্রস্তাব অনুমোদিত হওয়ায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলির পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূন্য করা হলো।
প্রজ্ঞাপনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫ (২) ধারা মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
এ বিষয়ে সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
জাহাঙ্গীর আলম/এসপি