রংপুরে এফএইচপি এগ্রো ফুড লিমিটেডের প্রতারণার ছড়াছড়ি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক, রংপুর

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৬ পিএম


রংপুরে এফএইচপি এগ্রো ফুড লিমিটেডের প্রতারণার ছড়াছড়ি

রংপুরে মেসার্স এফএইচপি এগ্রো ফুড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র কাছ থেকে পণ্যের মান সনদ না নিয়ে গোপনে ভুয়া মান চিহ্ন ব্যবহার করে বিভিন্ন নামে পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের অভিযোগ উঠেছে।

এছাড়াও প্রতিষ্ঠানটিতে এফ.আর এন্টারপ্রাইজ, কল্লানিহাট, বীরগঞ্জ, দিনাজপুর নামে মেজবান ব্র্যান্ডে সয়াবিন তেল প্যাকেটজাতকরণ ও বাজারজাতকরণের আলামত পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার দক্ষিণ মমিনপুররের মিলেরপাড় গ্রামের ওই কারখানায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসময় অনুমোদনহীন পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের অভিযোগে প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য উৎপাদিত পণ্যের তালিকা ও নমুনা জব্দ করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে বিএসটিআই’র রংপুর বিভাগীয় কার্যালয়ের অফিসপ্রধান উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ জানান, মেসার্স এফএইচপি এগ্রো ফুড লিমিটেড নামের প্রতিষ্ঠানটির শুধুমাত্র সরিষার তেল ও কারি পাউডার উৎপাদনের লাইসেন্স রয়েছে। অথচ প্রতিষ্ঠানটি হলুদের গুড়া, মরিচের গুড়া, জিরার গুড়া, ধনিয়ার গুড়া, লাচ্ছা সেমাই, মুড়ি, আচার, ঘি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্যের উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ করে আসছিল।

এছাড়াও অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে এফ.আর এন্টারপ্রাইজ, কল্লানিহাট, বীরগঞ্জ, দিনাজপুর নামে মেজবান ব্র্যান্ডেন সয়াবিন তেল প্যাকেটজাতকরণ এবং বাজারজাতকরণের আলামত পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি নিজের নাম বাদ দিয়েও এগ্রোভার্স লিমিটেড (ব্র্যান্ড-মৈত্রী), বাসুগাঁও, পূবালী, গাজীপুর এবং আকিজ এসেনসিয়াল লিমিটেড (এসেনসিয়াল ও নিউ ফাইন), আকিজ ভবন, ১৯৮ বীরউত্তম মীর শওকত সরণী, গুলশান-তেজগাঁও লিংক রোড, ঢাকা নামীয় প্রতিষ্ঠান দুটির বিভিন্ন পণ্য অবৈধভাবে চুক্তিভিত্তিক উৎপাদন করছে।

প্রতিষ্ঠানের মালিক ফরহাদ হোসেন (৩০) এর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদান করার জন্য জব্দ তালিকা ও নমুনা জব্দ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্সপ্রাপ্ত পণ্য ২টি যথাযথভাবে উৎপাদন না করায় “কেন লাইসেন্স বাতিল করা হবে না” মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই’র রংপুর বিভাগীয় কার্যালয়ের অফিসপ্রধান উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সিএম) জাহিদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম প্রমুখ।

এছাড়াও একই দিনে দিনাজপুরে আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলার গোপালগঞ্জ বাজার এলাকার মেসার্স রোজ ফুড অ্যান্ড বেকারী নামের কারখানায় বিস্কুট, কেক ও ব্রেড পণ্যের গায়ে নেট ওজন, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণেরসহ প্রয়োজনীয় তথ্যাদি না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। এসময় সঙ্গে ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মেসবাহ-উল-হাসান, খন্দকার মো. জামিনুর রহমান, ইশতিয়াক আহম্মেদ ও পরিদর্শক (মেট্রোলজি) আলমাস মিয়া। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তা।

ফরহাদুজ্জামান ফারুক/এমএএস

Link copied