তাড়াইল বাজারের আগুন নিয়ন্ত্রণে, ৩০ দোকান ভস্মীভূত

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৩ এএম


তাড়াইল বাজারের আগুন নিয়ন্ত্রণে, ৩০ দোকান ভস্মীভূত

কিশোরগঞ্জের তাড়াইল বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডের ব্যাপারে স্থানীয় আতিকুর রহমান লতিফ জানান, রাত পৌনে ১০টার দিকে বাজারের এনায়েতের মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে খবর পেয়ে কিশোরগঞ্জের একটি, তাড়াইলের দুটি, করিমগঞ্জের একটি ও নান্দাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি জানান, আগুনে বাজারের ৩০টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দোকান মালিকদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।

এসকে রাসেল/কেএ

Link copied