ঋণের প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে হাওয়া

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ 

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৫ এএম


ঋণের প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে হাওয়া

লাখ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ার কয়েকটি গ্রাম থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েছে একটি প্রতারক চক্র।   

আজ বিকেলে গজারিয়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীদের কয়েকজন।

তাদের অভিযোগ সূত্রে জানা যাচ্ছে, ২৩ ফেব্রুয়ারি উপজেলার ভাবেরচর ইউনিয়নের পৈক্ষারপার ও লক্ষ্মীপুরা গ্রামের ১৫ থেকে ২০টি পরিবারের নারীকে মাথা পিছু লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০ হাজার টাকা সঞ্চয়ের প্রস্তাব দেয়। এরপর সেই টাকা নিয়ে তারা পালিয়ে যান। 

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা শোয়েব আলী ঢাকা পোস্টকে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব.ম শামীম/এনএফ

Link copied