নারায়ণগঞ্জে সংঘর্ষ-গুলিবর্ষণের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের বন্দরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ মইনুল হক পারভেজের ভাই তানভীর আহাম্মেদ বাদী হয়ে বন্দর থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন। শুক্রবার (১৭ মার্চ) সকালে দায়ের করা ওই মামলায় মোট ১১ জনকে এজহারনামীয় আসামি ও আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
এ ঘটনায় বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার এজহারনামীয় ৪ আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (অপারেশন) তসলিম উদ্দিন।
মামলায় এজহারনামীয় আসামিরা হলেন- আলী হায়দার শামীম ওরফে পিজা শামীম (৬০), নুর মোহাম্মদ (৫৫), রায়হান জাদা রবি (৪৫), মামুন (৪৮), মনির হোসেন মনা (৫২), কবির (৫৫), আমির হোসেন (৩৮), উৎসব (৪০), মুকিত (৪৫), মুহিদ (৪০) ও পাঠান রনি (৪২)।
এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- রায়হানজাদা রবি (৪৫), মামুন (৪৮), মনির হোসেন (৫২) ও কবির হোসেনসহ (৫৫) সন্দেহজনক আরও দুই আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বন্দর থানাধীন ফরাজিকান্দা বাজার এলাকার নামচর মৌজার সি.এস ও এস.এ দাগ নং ২০, আর.এস, ৩ ও ৪ নং দাগে ৬৬ শতাংশের একটি জমি নিয়ে মামলার আসামিদের সঙ্গে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। ঘটনার আগের দিন বুধবার (১৫ মার্চ) রাতে মামলার প্রধান আসামি আজমেরী ওসমানের অনুসারী আলী হায়দার শামীম ওরফে পিজা শামীম তার অনুসারী হোন্ডা বাহিনীর ২০-২৫ জন সন্ত্রাসীকে নিয়ে বাদীর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন। তার পরের দিন বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ মামলার এজহারনামীয় আসামিরাসহ আরও ২৫-৩০ জন সন্ত্রাসী জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করেন। খবর পেয়ে মইনুল হক পারভেজের স্ত্রী আবিদা সুলতানা সোমা (৩৬) ঘটনাস্থলে গেলে আসামি আলী হায়দার শামীম সোমার ওপর নির্যাতান চালায়। খবর পেয়ে তার স্বামী মইনুল হক পারভেজ এলাকার লোকজন নিয়ে তাকে বাঁচাতে এগিয়ে গেলে মামলার প্রধান আসামি আরও উত্তেজিত হয়ে তার হাতে থাকা আগ্নেআস্ত্র দিয়ে মইনুলের পায়ে গুলি করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) আবুবকর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ মইনুলের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। ওই মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, জমি দখলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী আলী হায়দার শামীম ও বন্দর কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের ছেলে মইনুল হক পারভেজ পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়ান। ওই সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। ওই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ফলে এক নারীসহ অন্তত ১০ জন আহত হন। এছাড়া আলী হায়দার শামীম বাহিনীর দুটি মোটরসাইকেলে ভাঙচুর ও দুইটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
আবির শিকদার/আরএআর