শাল্লার ঘটনার প্রধান আসামি যুবলীগ নেতা গ্রেফতার

সুনামগঞ্জের শাল্লায় হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট। শুক্রবার (১৯ মার্চ) রাত দেড়টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শহিদুল ইসলাম ওরফে স্বাধীন দিরাইয়ের সরমঙ্গল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বাড়ি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নাচনী গ্রামে।
গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান।
এর আগে, ১৫ মার্চ দিরাইয়ে হেফাজতে ইসলামের সমাবেশে আসেন মামুনুল হকসহ কেন্দ্রীয় হেফাজত নেতারা। পরে মামুনুল হককে নিয়ে ঝুমন দাস নামে এক যুবক ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়। এ ঘটনাকে ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ এনে ওই এলাকার হেফাজত নেতার অনুসারীরা রাতে বিক্ষোভ মিছিল করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাতেই ঝুমন দাস আপন নামে ওই যুবককে আটক করে। পরে বুধবার সকালে নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনে গ্রামবাসী। বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলা করেন। মামলায় দিরাইয়ের সরমঙ্গল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে প্রধান আসামি করা হয়।
সাইদুর রহমান আসাদ/এসপি/এমএমজে