সুবিধাবঞ্চিতদের প্রতিদিন সেহরি ও ইফতার করায় জুম বাংলাদেশ

ছিন্নমূল ও ভাসমান রোজাদারদের জন্য প্রতিদিন সেহরি ও ইফতার কার্যক্রম পরিচালনা করছে জুম বাংলাদেশ। প্রতিদিন রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে রাস্তার পাশে প্রায় ৫ শতাধিক রোজাদার ব্যক্তিকে সেহরি ও ইফতার করানো হয়।
আর এসব বাস্তবায়ন করতে সংগঠনটির এক ঝাঁক নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবী প্রতিদিন দুপুর থেকে সেহরির সময় পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কাজ করে থাকেন।
সেহরি ও ইফতারের আয়োজন সবার সামনে তুলে ধরতে জুম বাংলাদেশ সেগুনবাগিচায় একটি অস্থায়ী লাইভ কিচেন স্থাপন করেছে। সেখানে যে কেউ চাইলে সরাসরি তাদের কর্মকাণ্ড দেখতে পারবেন।
জুম বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এসটি শাহীন প্রধান বলেন, প্রতিদিন ৫০০ মানুষের রান্নার কার্যক্রম পরিচালনা করতে হয় আমাদের। একটু কষ্ট হচ্ছে। তারপরও এই রমজানে আমরা প্রতিদিন ইফতার ও সেহরির কার্যক্রম চালিয়ে যেতে চাই। তাদের এই কার্যক্রম সম্পাদনের জন্য সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
স্বেচ্ছাসেবী মনিরুল ইসলাম বলেন, অসহায় ভাসমান রোজাদারদের মধ্যে সেহরি ও ইফতার করাতে আমাদের বেশ ভালো লাগে। আমাদের কষ্ট তখনই সার্থক হয় যখন চোখের সামনে এতগুলো মানুষকে একসঙ্গে সেহরি ও ইফতার করতে দেখি। নিজের হাতে সেহরি ও ইফতার দিতে পেরে এতোটাই তৃপ্তি লাগে যা বলার মতো নয়।
জুম বাংলাদেশের এই মেহমানখানায় প্রতিদিনি সেহরি করতে আসা বৃদ্ধ জামাল বলেন, প্রথম রমজান থেকে এখানে সেহরি করছি। এবার রমজানে আমাগো লাইগা আল্লাহর রহমত পড়ছে। জুম বাংলাদেশকে ধন্যবাদ।
প্রসঙ্গত, জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু ও ছিন্নমূল শিশুদের শিক্ষা প্রদানের কাজ করে যাচ্ছে। পাশাপাশি হতদরিদ্র, অসহায় ও বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
এমএএস