সংঘর্ষে কিশোর গ্যাং লিডার নিহতের ঘটনায় গ্রেপ্তার আরও ২

সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে কিশোর গ্যাং লিডার লিখন নিহতের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে মোট ৬ আসামিকে গ্রেপ্তার করা হলো।
শনিবার দুপুর ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- পাবনা জেলার সাথিয়া থানার ঘুঘুদহ মধ্যপাড়া গ্রামের সোরমান আলীর ছেলে মো. অনিক (২১) ও নরসিংদী জেলার মাধবদী থানার মেহেরপাড়া গ্রামের মো. আলম হোসেনের ছেলে মো. জোবায়ের হোসেন (২২)। তারা দুইজনই রনি গ্রুপের সদস্য বলে জানা গেছে। এর আগে কাইচ্চাবাড়ি গ্যাং লিডার মো. রনি ওরফে মামা রনি (১৮), সদস্য মো. জিলানী (১৮), মো. সোহাগ (১৯) ও রাকিবকে (১৮) গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র্যাব।
গ্রেপ্তারদের বরাত দিয়ে র্যাব জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোচারটেক কিশোর গ্যাং ও কাইচাবাড়ি কিশোর গ্যাংয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গোচারটেক কিশোর গ্যাং লিডার লিখন ও কাইচাবাড়ি গ্যাংয়ের লিডার রনির দ্বন্দ্ব ভয়ংকর রূপ নেয়। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী লিখনকে হত্যা করা হয়।
মাহিদুল মাহিদ/এনএফ