ডিবি পরিচয়ে বিএনপির ২ নেতাকে আটক

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা অভিযোগ করেন, মঙ্গলবার (১৮ জুলাই) রাত সোয়া ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে শহরের সূত্রাপুরের বাসা থেকে তুলে নিয়ে যায়। এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকেও পুরান বগুড়ার বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার সুদীপ কুমার জানান, গতকাল ১৮ জুলাই বিএনপির পদযাত্রায় সময় কর্তব্যরত পুলিশের ওপর হামলা, সরকারি স্থাপনায় ভাঙচুর, ককটেল বিস্ফোরণসহ একাধিক অভিযোগে বগুড়া সদর থানায় ৪টি মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত অনেককেও আসামি করা হয়েছে।
গতকাল ১৮ জুলাই বগুড়ায় একদফা দাবিতে বিএনপির পদযাত্রার শেষে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের দুই দফা সংঘর্ষ হয়। এতে ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য ও শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হন বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া যায়। এছাড়া পুলিশের ছোড়া টিয়ারশেলের ধোঁয়ায় ঘটনাস্থলের পাশে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।
আরকে