সাংবাদিক নাদিম হত্যার ঘটনাস্থল নাদিম চত্বর নামে ঘোষণা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনাস্থল নাদিম চত্বর এবং নাদিমের বাড়িতে যাওয়ার সড়কটি নাদিম সড়ক নামে নামকরণের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে বকশীগঞ্জ শহরের পাটহাটি মোড় এলাকায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের উপর হামলার ঘটনাস্থলে এ প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। প্রতিবাদ সমাবেশে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের বক্তব্য শেষে এই ঘোষণা দেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন ও বকশিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান খোকনের সভাপতিত্বে দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেন। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর ও সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত বক্তব্য রাখেন।
এ সময় সাংবাদিক রব্বানীর মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন, সাংবাদিক নাদিম হত্যার পেছনে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার সরাসরি জড়িত। হামলায় অংশগ্রহণ করা সকল আসামি শাহিনা বেগম ও বাবুল তালুকদারের কাছের লোকজন। এই ঘটনায় প্রথমে তাদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হলেও নেতাকর্মীর হুমকি ও ভয়ের কারণে সেই মামলা দায়ের করতে পারেনি। তাই চার্জশিটে তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের করতে হবে। এবং হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এর আগে সাংবাদিক নেতারা নিহত সাংবাদিক রব্বানীর কবর জিয়ারত এবং তার পরিবারকে সমবেদনার পাশাপাশি সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছিলেন।
রকিব হাসান নয়ন/এএএ