২৫ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা

সাতক্ষীরার কলারোয়ায় শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাজ্জাদ কবির মজুমদারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (২৩ জুলাই) সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা এলাকায় র্যাব-৩ এর সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
সাজ্জাদ কবির মজুমদার কলারোয়া উপজেলার আবুল খায়ের মজুমদারের ছেলে।
র্যাব জানায়, সাজ্জাত কবির মজুমদার ১৯৯৮ সালে চট্টগ্রাম বন্দর এলাকায় একটি শিশুকে অপহরণ করেন। একপর্যায়ে অপহৃত শিশুকে নিয়ে ট্রেনে করে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম রেলওয়ে পুলিশ অপহৃত শিশুকে উদ্ধারসহ অপহরণকারী সাজ্জাত কবিরকে আটক করে। পরে অপহৃত শিশুর বাবা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আসামি বেশ কিছুদিন জেলে থাকার পর জামিন পান। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাম পরিবর্তন করে প্রায় ২৫ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। এরই মধ্যে আদালতে এ ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সাজ্জাত কবির মজুমদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। র্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে ঢাকার মেরুল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব হোসেন জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাজ্জাদ কবির মজুমদার দীর্ঘ ২৫ বছর পলাতক ছিলেন। অবশেষে গতকাল রোববার ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সোহাগ হোসেন/এমজেইউ