সাংবাদিক মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম


সাংবাদিক মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আবদুল্লাহ আল মামুন

সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্ত‌রের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঠাকুরগাঁও‌য়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গত ৩০ জুলাই ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন (২৫/২৮/২৯/৩১) ধারায় মামলাটি করা হলেও সোমবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।

ঠাকুরগাঁও‌-২ আস‌নের সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামের সমর্থক প্রভাত সাহা মামলাটি দায়ের করেন। তিনি জাতীয় হিন্দু মহাজোটের বালিয়াডাঙ্গী শাখার সভাপতি। আদালতের বিচারক রহিমা খাতুন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৩ জুলাই ‘এমপি দবিরুলের আত্মীয়-স্বজনরা আর্থিক সুবিধার বিনিময়ে স্থানীয় সংখ্যালঘুদের জমির জাল দলিল তৈরিতে প্রভাবশালীদের সহযোগিতা করেছেন’ মর্মে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়। পরদিন সংবাদটি ফেসবুকে জাগো বাহে নামক একটি আইডি থেকে শেয়ার করা হয়। মামলার বাদী প্রভাত শাহ তা ফেসবুক ব্যবহারের সময় দেখতে পান। তিনি দাবি করেন- এমপি দবিরুল তার প্রিয় নেতা। তার বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। এছাড়াও ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করা হয়েছে।

মামলার বাদী প্রভাত শাহ বলেন, এমপি দবিরুল ইসলামের বিরুদ্বে উল্টা-পাল্টা লেখেন এক সাংবাদিক। তাই আমি মামলাটি করেছি। এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। পিবিআই আমাকে আজকে ফোন দিয়েছিল। বর্তমানে মামলাটি পিবিআইতে আছে।  

আরএআর

Link copied