গাঁজার চালানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আটক

গাঁজা বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজনকে আটক করেছে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে দেড় কেজিরও বেশি গাঁজা জব্দ করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর পলাশপুর কলোনীর মোহাম্মদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ওবায়দুর রহমান ও সিপাহী সবুর।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি বিএম আসরাফউল্লাহ তাহের। তিনি জানান, ভোরে খবর পেয়ে পলাশপুর এলাকায় গিয়ে জনতার হাতে আটক দুজনকে আটক অবস্থায় পাওয়া যায়। এসময়ে আটকদের কাছ থেকে এক কেজি ৪৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন ওই এলাকার কানা সোহাগ নামে এক মাদক কারবারির কাছে গাঁজার চালান পৌঁছে দিতে গিয়ে আটক হন তারা।
আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। ঘটনায় আরও কেউ জড়িত আছে কী না তা বের করতে তদন্ত করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
খবর পেয়ে কাউনিয়া থানায় গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঘটনা সর্ম্পকে অবহিত হন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় অতিরিক্ত-পরিচালক পরিতোষ কুমার কুন্ডু।
স্থানীয়রা জানিয়েছেন, একটি চক্রকে মাদক দ্রব্য সরবারহ করতে গেলে স্থানীয় দুজনকে গাঁজাসহ আটক করে। খবর পেয়ে র্যাব-৮ এর সদস্যরা তাদের গাঁজাসহ নিয়ে যায়। পরে র্যাব-৮ আটক দুইজনকে কাউনিয়া থানায় হস্তান্তর করে।
এদিকে আগে রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর রূপাতলী গোল চত্বর এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলকে ৩৯৮ পিস ইয়াবাসহ আটক করে র্যাব-৮। আটক ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের তারাপাশা গ্রামের তৈয়ব আলীর ছেলে।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এমএএস