স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড!

রাজবাড়ীতে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় এর বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মোল্লা।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া গ্রামের শাপলা বেগম (২৫) ও তার সাবেক স্বামী নীল চাঁদ মোল্লা (৩৫)। নীল চাঁদের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের খালকুলা গ্রামে। তার বাবার নাম আব্দুর রশিদ মোল্লা। রায় ঘোষণার সময় আদালতে নীল চাঁদ মোল্লা উপস্থিত থাকলেও শাপলা বেগম অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় শাপলা বেগম ও নীল চাঁদ মোল্লা তাজ শেখের বাড়িতে ভাড়া থাকতেন। ২০১৬ সালের ১৬ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের শোবার ঘর থেকে ৯০ গ্রাম হেরোইন ও পাঁচ বোতল ফেসসিডিল উদ্ধার করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাপলা বেগমকে এক ও নীল চাঁদ মোল্লাকে দুই নম্বর আসামি করে মামলা দায়ের করে। শাপলা বেগমের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা রয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মোল্লা জানান, ২০১৬ সালে যখন ৯০ গ্রাম হেরোইন ও পাঁচ বোতল ফেনসিডিলসহ শাপলা ও নীল চাঁদ গ্রেপ্তার হন তখন তারা স্বামী-স্ত্রী ছিল। পরে তারা আলাদা হয়ে যায়। সেই মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একই আইনের ২৫ ধারায় প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং শাপলা বেগমের বিরুদ্ধে একই আইনে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
মীর সামসুজ্জামান/এমএএস