ফাঁস নিয়ে মায়ের আত্মহত্যা, ছেলে গ্রেপ্তার

নাটোরের লালপুরে রেজিয়া বেগম (৬৬) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তার ছেলে সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার কলসনগর কাজীপাড়া গ্রামে আত্মহত্যার ঘটে। রেজিয়া একই এলাকার মৃত মকবেদ মন্ডলের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রেজিয়ার স্বামী মারা যাওয়ার পর জমিজমা নিয়ে তার ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে মনোমালিন্য হয়ে আসছিল। এর জেরে গতকাল বিকেলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। আজ ভোরে গলায় ফাঁস নিয়ে রেজিয়া আত্মহত্যা করেন।
এ ঘটনার পর নিহতের মেয়ে শাহানাজ পারভীন বাদী হয়ে তার ভাইয়ের বিরুদ্ধে লালপুর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। পরে পুলিশ সকাল ১১টার দিকে নিহতের ছেলে সিরাজুল ইসলামকে আটক করে।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন ঢাকা পোস্টকে জানান, প্রাথমিকভাবে জেনেছি জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে রেজিয়া বেগমের সঙ্গে তার ছেলের গতকাল বাগবিতণ্ডা হয়। এর জেরেই সকালে রেজিয়া বেগম আত্মহত্যা করেন। এরপর সকালেই নিহতের মেয়ে আত্মহত্যার প্ররোচনায় অভিযোগে তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করলে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রেজিয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
গোলাম রাব্বানী/আরএআর