সাজা এড়াতে ৮ বছর বিদেশে পালিয়ে থেকেও রক্ষা হলো না লিটনের

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দশত্ত্বর গ্রামের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লিটন হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) তাকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
এর আগে গাজীপুর মেট্রোপলিটনের গাছা এলাকা হতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন হাওলাদার দশত্তর গ্রামের ইদ্রিস আলী হাওলাদারের ছেলে।
টঙ্গীবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, ২০০৮ সালে লিটন তার নিজ গ্রামের এক গৃহিণীকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় মামলা হলে লিটন দেশ ছেড়ে মালয়শিয়া চলে যান। মালয়েশিয়ায় ৭-৮ বছর অবস্থান করে সে দেশে ফিরে বাড়িতে না পৌঁছে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তিনি আরও বলেন, এলাকার লোকজন এবং তার আত্মীয়-স্বজনরা সবসময় বলত লিটন এখনো মালয়েশিয়া অবস্থান করছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাজীপুরের গাছা এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
টঙ্গীবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গাজীপুর হতে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে তাকে দুপুরের দিকে আদালতে পাঠানো হবে।
ব.ম শামীম/আরকে